২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল: মোশে ইয়ালন

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন । ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যে অভিযোগ এনেছেন মোশে ইয়ালনও তাদের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন। খবর আল জাজিরার।

ইসরায়েলের সাবেক চিফ অব স্টাফ ইয়ালন ইসরায়েলি মিডিয়াকে বলেছেন যে, নেতানিয়াহুর অতি-ডানপন্থী মন্ত্রিসভার কট্টরপন্থীরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর চেষ্টা করছে এবং সেখানে ইহুদি বসতি পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে।

রাষ্ট্রীয় প্রচারমাধ্যম কানকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সেখানে কী ঘটছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে। তিনি বলেন, সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে।

বেসরকারী ডেমোক্র্যাট টিভি চ্যানেলের কাছে দেওয়া এক সাক্ষাত্কারে ইয়ালন বলেন, আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হলো অবৈধ দখল, সংযুক্তি এবং জাতিগত নির্মূল।

জাতিগত নিধনের বিষয়টিকে মূল্যায়ণ করার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, সেখানে কী ঘটছে? সেখানে আর বেইত লাহিয়া নেই, আর বেইত হানুন নেই, সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করছে এবং বাস্তবে আরবদের কাছ থেকে তাদের ভূমি দখল করা হচ্ছে।

মোশে ইয়ালন ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহুর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তখন থেকেই তিনি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচক ছিলেন।

গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাশিয়া-তুরস্কের সিরীয় সংঘাতে মুখোমুখি হওয়ার শঙ্কা

সিরিয়ার সামরিক বাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের থামানোর জন্য বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলা পরিচালনা করে। একই সময় বিদ্রোহীদের অপ্রত্যাশিত অভিযান প্রতিহত করতে ইরান সিরিয়ার

লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল

ইসরাইলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন। খবর টাইমস অব ইসরাইলের। এক্সে

মাহমুদ আব্বাস উত্তরসূরির নাম ঘোষণা করলেন

সেই ২০০৫ সাল থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ৮৯ বয়সী মাহমুদ আব্বাস। এই অবস্থায় বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। কোনো কারণে তার মৃত্যু

মিয়ানমার জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে

Scroll to Top