১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয় দিবসে শেষ ওভারে হাসান ম্যাজিকে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের

ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান । সৌম্য সরকারের সঙ্গে শেষ দিকে শামিম পাটোয়ারীর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সৌম্য ৩২ বলে ৪৩ ও শামিম ১৩ বলে ২৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন ও ওবেড ম্যাকই নেন ২টি করে উইকেট।

১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২ রানেই জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৫ বলে ১ রান করে ব্রান্ডন কিং ও ৬ বলে ১ করে নিকোলাস পুরান আউট হন।

এরপর রস্টন চেস ও জনসন চার্লস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন। তবে ৩৩ রানে ১২ বলে ২০ রান করা জনসনকে আউট করে বাংলাদেশকে ফের সাফল্য এনে দেন মেহেদি হাসান।

এরপর ২৮ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। চেস ৭, গুড়াকেশ মোটেই ৬, আকিল হোসেন ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার।

একপ্রান্তে উইকেট হারলেও অন্যপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক রভম্যান পাওয়েল। আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন রোমারিও শেফার্ড। মারমুখী ব্যাটিংয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন পাওয়েল।

শেফার্ডকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন পাওয়েল। তবে দলীয় ১২৮ রানে ১৭ বলে ২২ রান করে আউট হন শেফার্ড। এরপরও ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণে। শেষ ওভারে জয় থেকে ৯ রান দূরে থাকতে আউট হন পাওয়েল। ৩৫ বলে ৬০ রান করেন তিনি।

পাওয়ালকে আউট করে বাংলাদেশকে আশা দেখান হাসান মাহমুদ। এরপর আলজারি জোসেফকে বোল্ড করেন হাসান। এতেই ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৭ রানের জয় পায় বাংলাদেশ। টাইগারদের পক্ষে মেহেদি হাসান ৪টি ও তাসকিন-হাসান নেন ২টি করে উইকেট।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা, হাসনাত-সারজিসের সংহতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন । বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহান বিজয় দিবস উদযাপনে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে । সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর

প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন । সকাল ১০টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড তার

Scroll to Top