১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট নোবেল জয়ী জিমি কার্টার মারা গেছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টার মারা গেছেন। তিনি জর্জিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি, এএফপি।

স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তার ছেলে তাকে একজন বীর বলে আখ্যায়িত করে বলেন, তিনি শুধু আমার কাছে নয়, শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ প্রেমে বিশ্বাসী সকলের কাছেই তিনি একজন বীর।

এদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিমি কার্টারকে একজন নীতিবান, বিশ্বাসী ও নম্র মানুষ হিসাবে উল্লেখ করেছেন। অপরদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মানুষ জিমি কার্টারের কাছে ঋনী।

আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, জিমি কার্টার অন্যদের সেবায় জীবন উৎসর্গ করেছেন। জিমি কার্টার দেশটির ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হরিরামপুরে অচেনা প্রাণী’র আক্রমণ, জনমনে আতঙ্ক

মোহসীন মোহাম্মদ মাতৃক, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে অজ্ঞাত এক হিংস্র প্রাণীর কামড়ে অন্তত ৩ জন আহত হয়েছেন। গত রোববার (৯ মার্চ) সন্ধ্যা থেকে একে একে

ইসরায়েল চার লেবাননের বন্দি মুক্তি দিয়েছে,সীমান্ত আলোচনায় যোগ দিতে রাজি

মোহাম্মদ রকিবুল হক(শাকিল), আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের গণমাধ্যম জানিয়েছে যে মুক্তিপ্রাপ্ত জিম্মি লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ার শহরের একটি হাসপাতালে পৌঁছেছে। লেবানন বলছে,হিজবুল্লাহর সাথে যুদ্ধের সময় ইসরায়েলের

ভাঙ্গুড়ায় ইউনিয়ন ভূমির অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষায় ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল হামিদ এর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উটেছে। সোমবার (১০

কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা করলেন আলোচিত ফারজানা সিঁথি

 সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়ামঃ ধর্ষণের হুমকি পাওয়ায় মামলা করেছেন কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া ফারজানা সিঁথি। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেরে বাংলা

Scroll to Top