৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রজব, ১৪৪৬ হিজরি

গাজীপুরে গজারি বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়া (পলানপাড়া) এলাকার সরকারি গজারি বন থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের পরনে সাদা-কালো চেক টি সার্ট ও খয়েরি রঙের লুঙ্গি রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন, প্রচন্ড শীতে তার মৃত্যু হতে পারে। তার বয়স বয়স ৩০-৩৫ বছর।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়া-ওয়ালটন গেইট আঞ্চলিক সড়কের মাঝামাঝি পলানপাড়া ভারটেক্স স্কুলের অপর পাশে সরকারি গজারি বনে ময়লার স্তুপে আগুন লাগিয়ে বুধবার বিকাল থেকেই ওই যুবককে আগুন পোহাতে দেখেন স্থানীয়রা। পরে সকালে ওই আগুনের পাশেই লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সকাল ১০টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় পুলিশ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দুই ভারতীয় নাগরিক সিলেট সীমান্তে আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট

ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমার পরিমাণ ২৩৬ কোটি টাকা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইসকনের ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। এসব ব্যাংক অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত ২৯

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ও সেক্রেটারি সাদ্দাম

সারাদেশের সদস্যদের অনলাইন ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। আর সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)

Scroll to Top