গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়া (পলানপাড়া) এলাকার সরকারি গজারি বন থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরনে সাদা-কালো চেক টি সার্ট ও খয়েরি রঙের লুঙ্গি রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন, প্রচন্ড শীতে তার মৃত্যু হতে পারে। তার বয়স বয়স ৩০-৩৫ বছর।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পলানপাড়া-ওয়ালটন গেইট আঞ্চলিক সড়কের মাঝামাঝি পলানপাড়া ভারটেক্স স্কুলের অপর পাশে সরকারি গজারি বনে ময়লার স্তুপে আগুন লাগিয়ে বুধবার বিকাল থেকেই ওই যুবককে আগুন পোহাতে দেখেন স্থানীয়রা। পরে সকালে ওই আগুনের পাশেই লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সকাল ১০টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় পুলিশ ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।