৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রজব, ১৪৪৬ হিজরি

৬ ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি রাষ্ট্রদূতকে তলব করল তেহরান

সৌদি আরবে  মাদক পাচারের মামলায় দোষী সাব্যস্ত ছয় ইরানির মৃত্যুদণ্ড কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। এ ঘটনায় তেহরানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে মাসুদ পেজেশকিয়ান সরকার।

বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে প্রেস টিভি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক করিমি শাসাতি বলেছেন, সৌদি রাষ্ট্রদূত ইসলামিক প্রজাতন্ত্রের কাছ থেকে কঠোর প্রতিবাদের একটি আনুষ্ঠানিক নোট পেয়েছেন।

তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূতকে বলা হয়েছে মৃত্যুদণ্ড ইরান এবং সৌদি আরবের মধ্যে বিচারিক সহযোগিতার সামগ্রিক গতিপথের সাথে বেমানান। এটি প্রয়োজনীয় ব্যাখ্যা নিশ্চিত করতে হবে।

শাসাতি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বেশ কয়েক বছর আগে সৌদি বিচার বিভাগ মাদক পাচারের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল। এই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কনস্যুলার পরিষেবা প্রদান এবং সাজা কমানোর জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়েছিল।

ইরানি দূতাবাসকে কোনো পূর্ব নোটিশ ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে। একইসঙ্গে কনস্যুলার সম্পর্কের ভিয়েনা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনি মানদণ্ডের লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে।

ইরানি কর্মকর্তা আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আইনি ও কনস্যুলার প্রতিনিধিদল বিষয়টি অনুসরণ করতে রিয়াদে যাচ্ছেন।

গত বছর প্রকাশিত ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের প্রতিবেদন অনুসারে, সৌদি আরবে ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ১ হাজার ২৪৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো বলছে, সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড সম্পর্কে কোনও তথ্য সরবরাহ করে না এবং তাদের গোপনীয়তায় বজায় রাখে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে।

নাঈমুল ও তার পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা

শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ১৬৩টি ব্যাংক হিসাবে জমা হয়েছে মোট ৩৮৬ কোটি টাকা। এর মধ্যে ৩৭৯

রাজধানী ঢাকা ও সিলেট ভূমিকম্পে কাঁপলো

আজ শুক্রবার সকাল ১০টা ৩৫ মিনিটে রাজধানী ঢাকা ও সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্প নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে,

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ‘ডাকাতি’তে জড়িত কর্মকর্তারা

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতের আঁধারে আন্তর্জাতিক হ্যাকারদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট হ্যাক করে ৮ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ মার্কিন ডলার

Scroll to Top