১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রজব, ১৪৪৬ হিজরি

তুরস্ক সামরিকসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী

তুরস্ক  সামরিক, জ্বালানি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। এ বিষয়গুলো নিয়ে শিগগির দুদেশের সমন্বয়ে গঠিত জয়েন্ট ইকোনমিক কমিশনের (জেইসি) বৈঠক হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাটের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের এ কথা জানান।

তুরস্কের সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তুরস্কের একটা বড় টিম আজ এসেছিল। তারা অর্থনৈতিক সহযোগিতার যে জায়গাগুলো যেমন খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য, শিল্পকারখানা, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, গার্মেন্টস শিল্পকারখানা, রপ্তানি, বিনিয়োগসহ অন্যান্য বিষয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘আমাদের একটা জয়েন্ট ইকোনমিক কমিশন আছে। তাদের সঙ্গে একটা বৈঠক এ বছরই হওয়ার বিষয়ে সময় নির্ধারণ করা আছে। মিটিংটা আমরা অতিদ্রুত করতে চাই। আজকের মিটিং যে আলোচনা হয়েছে সেখানে অর্থনৈতিক সহযোগিতাগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে।’

জয়েন্ট ইকোনমিক কমিশনের মিটিংটা কবে নাগাদ হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দুই দেশের সুবিধামতো দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা করছি। সেখানে আমরা খাদ্য থেকে শিল্প, স্বাস্থ্য, শিল্পকারখানা ও বিনিয়োগের ক্ষেত্রে যেসব জিনিস প্রয়োজন যদি আমাদের বিশেষায়িত ইকনোমিক জোন তৈরি করতে হয়, যদিও আমাদের বেশ কিছু ইকোনমিক জোন ইন ফাংশনে আছে, সেগুলোসহ তাদের যে টার্কিস কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন আছে তারাও এসেছেন। তারা আমাদের যেসব প্রকল্পে অংশ নিতে চান সে বিষয়ে আমরা তাদের জানিয়েছি৷

‘এনার্জিখাতে আমাদের বড় কিছু প্রকল্প হতে যাচ্ছে সেখানে যদি তারা বিনিয়োগের জন্য আগ্রহী। এই কমিশনের বৈঠকে আমরা এসব বিষয়ে আলোচনা করবো। একই সঙ্গে আমাদের অর্জনগুলো যতদ্রুত সম্ভব বাস্তবায়ন করবো।’

তুরস্ক কোন কোন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে- জানতে চাইলে শেখ বশিরউদ্দীন বলেন, তুরস্ক আমাদের এনার্জি খাত, শিল্পায়নের জন্য মেশিনারি ইন্ডাস্ট্রি খাত, অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

সামরিক সহযোগিতার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘হয়েছে। তারা জানিয়েছেন যে তাদের সামরিক রপ্তানি প্রায় ৮ বিলিয়ন ডলারের, তারা উপযুক্ত এবং যুৎসই সামরিক প্রযুক্তিতে বিনিয়োগ করছেন। তারা এই খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আমরাও এ বিষয়ে আগ্রহী।’

তারা কি অস্ত্র রপ্তানি করতে চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, তারা আর্মস রপ্তানি করতে চায়। আমরা শুধু বাণিজ্য আলোচনা করেছি। এ বিষয়ে জয়েন্ট ইকোনমিক কমিশনে বিস্তারিত আসবে।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

৪ দেশ নিয়ে ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর তীব্র প্রতিবাদ

মধ্যপ্রাচ্যের চারটি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরাইলের অংশ

থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ

ক্রসফায়ারে ২২৭৬ নেতাকর্মী হত্যার অভিযোগে হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের দুই হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে মামলা দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির

আগামী ২৩ জানুয়ারি জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের

Scroll to Top