১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়, জনগণ ম্যাটারস’ ।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সভাটির আয়োজন করে বিএনপি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আমি গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয়, যতটা সহজ আপনারা ভাবছেন। নিজে মনে মনে যতই বড়াই করুন- আরে বিএনপির তো শাখা-প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কী আছে? বড়াই করছেন তো…, নো। থাকতে পারে আপনার শাখা-প্রশাখা, আমাদের নেতাকর্মীরা সেসব শাখা-প্রশাখা তৈরি করেছেন, দলকে গ্রাম পর্যন্ত নিয়ে গেছেন, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছেন।
‘কিন্তু তারপরও জনগণ ম্যাটারস, জনগণ ম্যাটারস। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি, জনগণের সমর্থন আমাদের শক্তি। জনগণ সঙ্গে না থাকলে কী হতে পারে, ৫ আগস্ট জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে। কাজেই আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাহুতাশ করতে হবে। এখনো সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সঙ্গে থাকি।’
তিনি বলেন, যারা এমন কিছু করবে যা আপনাকে-আমাকে এবং আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করবে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। আজকে শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকীতে যদি তাকে সত্যিকারভাবে স্মরণ করতে হয়, যদি তাকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয়, তাহলে জনগণের সমর্থন অটুট রাখতে হবে। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করছি। তিনিও খুব খুশি হবেন যখন দেখবেন জনগণ বিএনপির প্রতি সমর্থন দিয়েছে।
‘আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা- এটি বিষয় নয়। বিষয় হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।’
তিনি বলেন, আমাদের এমনভাবে দাঁড়াতে হবে যেন জনগণ বুঝে আমরা তাদের সঙ্গে আছি, তাদের পাশে আছি। জনগণ যেন বুঝে তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের তাদের পাশে থাকতে হবে। শহীদ জিয়ার জন্মবার্ষিকীর দিনে এই হোক আমাদের শপথ, এই হোক আজকের প্রতিজ্ঞা।
সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্রের সরকারের প্রতিটি পর্যায়ে সেটি জাতীয় সংসদ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ যা-ই হোক না কেন, জবাবদিহি নিশ্চিত হওয়া জরুরি? ভোটই একমাত্র জবাবদিহি তৈরি করতে পারে। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সবার এক জায়গায় থাকতে হবে। নির্দিষ্ট সময় পরপর আইন ও সংবিধান মেনে ভোট হতে হবে, নির্বাচন দিতে হবে। তাহলেই আমরা ধীরে ধীরে এগোতে সক্ষম হবো।
তিনি বলেন, সরকার যদি প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে তবেই একমাত্র জনগনণের যে ক্ষোভ ও দুর্দশা তা লাঘব করা সম্ভব হবে। জনগণের কথা, জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কবি আবদুল হাই শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বক্তব্য রাখেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে.। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে জেলার কালিয়াকান্দি উপজেলার

সিলেট-৪ এ খেলাফত মজলিস প্রার্থীদের বিচরণ

সিলেট প্রতিনিধিঃ অন্তর্বতী সরকারের নির্বাচনী তপশীল ঘোষনা না হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিসের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দৌড়ঝাপ দেখা যাচ্ছে। সিলেট-৪

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি না ফেরার দেশে, বাংলাদেশ সেনাবাহিনীর শোক

মোঃ সাজেল রানা, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ  ঢাকা, ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত ৮ বছর বয়সী শিশুটি

সাবেক ভূমি মন্ত্রীর মেয়ে গ্রেফতার

লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

Scroll to Top