২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৬ হিজরি

ভাঙার প্রকল্প থেকে সরে এসে আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভাঙার প্রকল্প থেকে সরে এসে আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত।

বুধবার দিনগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবিলা করছি। নিছক কিছু মূর্তি বা দালান নয়। মূর্তি ( idols) না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা (Ideals), শক্তি ও হেজেমনি গড়ে তোলা। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত।

তিনি বলেন, লীগ বা হাসিনা সে অর্থে কিছুই না বরং আঞ্চলিক আধিপত্যবাদের এক্সটেনশন। আর আঞ্চলিক আধিপত্যবাদ তার হেজেমনি তৈরি করছে বাস্তবধর্মী রাষ্ট্রকল্পনা, দেশে এবং ডায়াসপোরায় দক্ষ মানবসম্পদ তৈরি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে। আমাদের পালটা হেজেমনিও এ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল।

গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, ভাঙার পর গড়ার সুযোগ এসেছে, কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিতবহ না। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। আপনারা গড়ার কাজে সক্রিয় হোন।

‘সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শীঘ্রই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজ ও চলমান। এ মাসেই এ কাজগুলো আরও গতি পাবে’।

মাহফুজ বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙা নয় বরং বিকল্প গড়ারও লড়াই। নূতন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই।

তিনি আরও বলেন, খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ায় সব রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী থাকবে আঞ্চলিক আধিপত্যবাদ। এজন্যই আমাদের উচিত, সৃজনশীল শক্তির বিকাশ ঘটানো এবং সার্বিকভাবে এ আধিপত্যবাদ মোকাবিলায় প্রতিক্রিয়া না দেখিয়ে দূরদর্শী পদ্ধতি নেওয়া। কারণ, এ লড়াই মাত্র শুরু হলো। অন্তত, এক দশক পর এ লড়াইয়ের একটা মীমাংসা হয় তো হবে। অথচ, সেজন্য আমাদের প্রস্তুতি সামান্যই।

এই উপদেষ্টা বলেন, রাগ, ক্ষোভ, ঘৃণা- নেতিবাচক এনার্জি কিন্তু অভ্যুত্থানের পর আমাদের এ সকল এনার্জিকে ইতিবাচক রূপান্তরের সুযোগ তৈরি হয়েছিল। এখনো সে সুযোগ হারিয়ে যায়নি। আগামী অন্তত এক দশকব্যাপী দীর্ঘ গণতান্ত্রিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের জন্য আমাদের সৃজনশীল  শক্তিকে কাজে লাগানো দরকার। ভবিষ্যতপানে তাকান, ইতিহাস আমাদের সুযোগ দিয়েছে। আমাদের এবার জিততেই হবে আর জেতার উপায় একটাই- রাষ্ট্রকল্প, শক্তিশালী প্রতিষ্ঠান ও  দক্ষ ও মর্যাদাবান মানবসম্পদ গড়ে তোলা। আল্লাহ আমাদের ফেরাসত তথা দূরদৃষ্টি দিক।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উত্তরায় হামলার শিকার সেই যুগল দম্পতি নয়, যা জানালেন প্রকৃত স্ত্রী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ বর্তমানে আলোচনায় পুরুষ সঙ্গীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ানো সেই নারী। রাজধানীর উত্তরায় সোমবার রাতে এক যুগলকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই

‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ কর্মসূচিতে বিএনপি ও নেতাকর্মীদের ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিএনপি ও বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান

উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় আরও ১ জন গ্রেফতার

রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্র শনাক্ত ও গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেফতার ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তবে গ্রেফতারের সংখ্যা

সিলেট তামাবিলমহাসড়কে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট প্রতিনিধিঃ সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্হানে জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

Scroll to Top