মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি,নরসিংদী:
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলার বিভিন্ন থানায়’অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় ৩৮ জনসহ সর্বমোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পলাশ থানাধীন ইছাখালী এলাকা হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ আব্দুল কালাম এর ছেলে আরিফুল ইসলাম মন্টু (৩৩)নামে ০১ জন,বেলাবো থানা পুলিশ কর্তৃক বেলাব থানাধীন দড়িকান্দি এলাকা হতে ১২ বোতল বিদেশী মদ (WHISKY)সহ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীনt কালীপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম নামে ১জন এবং রায়পুরা থানা পুলিশ কর্তৃক ১০ পিস ইয়াবাসহ ১জন গ্রেফতার করা হয়।