মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মুজিবনগর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতভর অভিযান পরিচালনা করে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শরীয়ত শেখের ছেলে ও মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আরজ আলী (৫০), বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন (৪৮) ও মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং মহাজনপুর গ্রামের মৃত খেদের আলীর ছেলে রাসেল আহমেদ (৩১)। গ্রেফতার করে।
শুক্রবার সকালে মুজিবনগর থানা পুলিশের একটি টিম উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলকে গ্রেফতার করে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মুজিবনগর থানা এলাকায় ডেভিল হান্ট , বিশেষ অভিযান ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।