কে এম হাসান মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে চকশ্যামনগরে ষাটোর্ধদের নিয়ে নানা আয়োজনে হয়ে গেলো ” প্রবীনদের মিলনমেলা। মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের প্রবাসী ও গ্রামবাসীর আয়োজনে এ মেলায় অংশগ্রহণ করে গ্রামের প্রায় দেড়শতাধিক ষাটোর্ধ প্রবীণ। গ্রামের প্রবীণরা কেউ লাঠিতে ভর করে, কেউ ইজিবাইকে, কেউবা বাইক চালিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চকশ্যামনগর নতুন ক্লাব প্রাঙ্গণে জড়ো হন। সকালে তাদের দেওয়া হয় বাঙালির ঐতিহ্য চিড়া, দই, গুড়, মিষ্টির নাস্তা। দুপুরে সাদা ভাত, খাসির মাংস, সবজি, ডাল। চার বছর ধরে এই আয়োজন করে থাকে চকশ্যামনগর গ্রামবাসীরা।
সকালে প্রথম পর্বে মিলন মেলায় শুভসূচনায় আয়োজকের মধ্যে বক্তব্য দেন, নাসির উদ্দিন, শুকুর আলী সহ কয়েকজন। এরপর উন্মুক্ত আলোচনায় কে কেমন আছেন, শিশুকাল, যুবককাল ও বর্তমান কাল নিয়ে স্মৃতিচারণ করেন প্রবীণরা । ২য় পর্বে বালিশ ছোড়া, হাড়িভাঙ্গা, বাস্কেটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগেতার আয়োজন করা হয়। এবং সন্ধায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজমাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে জানান আয়োজকরা।
লাঠিতে ভর করে এই মেলায় আসা কাবিদুল ইসলাম বলেন, বয়সের ভারে ঠিকমতন চলতে পারি না। তারপরেও সমবয়সীদের মিলনমেলায় হাজির হওয়ার জন্য লাঠিতে ভর করে চলে আসি। দেখা হয় ছোটবেলার সাথিদের সাথে। সামান্য সময়ের জন্য হলেও মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেছি। এ ধরনের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে এই প্রবিন।
অনুষ্ঠানের আয়োজক শিক্ষক শুকুর আলী জানান, মানুষের বয়স হলে অবহেলা আর অনাদরে কাটে। তাদের একটি দিনের জন্য হাসিমুখ দেখতে, প্রবীণদের একাকিত্ব দূর করতেই গত ৪ বছর ধরে বছরে একবার এমন আয়োজন করা হয়। এধরণের আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।