ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রকিবুল হক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ভিয়া ডেল ক্যাম্পিডোগ্লিওতে মেয়রের কার্যালয়ে ইতালি রোম শহরের মেয়র রবার্তো গুয়ালতেরির সাথে দেখা করেন।
রাষ্ট্রদূত রোমে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের কল্যাণে মেয়রের অধিকতর সহযোগিতা কামনা করেন । তিনি মুসলিম সম্প্রদায়ের , বিশেষ করে বাংলাদেশিদের জন্য একটা কবরস্থান নির্মাণ করতে মেয়রকে অনুরোধ জানান। মেয়র এই সকল বিষয়ে রাষ্ট্রদূতকে তাঁর সিটি কর্পোরেশন প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ।
তথ্য সুএঃ বাংলাদেশ দুতাবাস রোম ইতালী