১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কুদ্দুস বাবু, সম্পাদক হিরণ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক হয়েছেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার এটিএম রফিক উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল কুদ্দুস বাবু ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু মুসা বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।

অপরদিকে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোশারফ হোসেন পেয়েছেন ৬ ভোট।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, এম মনিরুজ্জামান, মিসেস কামরুন্নাহার, সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাজিদ হোসেন, অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, ক্রীড়া সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা সম্পাদিকা মিসেস হাফিজা খাতুন, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন, এম দেলোয়ার হোসেন, রিমন রহমান, নূরে আলম সিদ্দিকী হক।

নব-নির্বাচিত সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ প্রেসক্লাবের সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন। আগামীতে জেলার সব সাংবাদিকদের সঙ্গে নিয়ে চলতে চান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃআবুল বাশার, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর উপজেলার স্থানীয় উদ্যোক্তাদের জন্য হতদরিদ্র পরিবারে টুইন-পিট ল্যাট্রিন স্থাপন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল

আলু সংরক্ষণের হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন

মোঃ আশরাফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ চলতি মৌসুমে আলু সংরক্ষণের হিমাগারে বগুড়া জেলার প্রতিটি উপজেলায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া হিমাগার কতৃপক্ষ ৫ টাকা কেজি থেকে বাড়িয়ে

উত্তরায় হামলার শিকার সেই যুগল দম্পতি নয়, যা জানালেন প্রকৃত স্ত্রী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ বর্তমানে আলোচনায় পুরুষ সঙ্গীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ানো সেই নারী। রাজধানীর উত্তরায় সোমবার রাতে এক যুগলকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই

প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগেই প্রশ্নপত্র বানিজ্য ফাঁস

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগেই কোচিং বানিজ্য, প্রশ্নপত্র ফাঁস এবং পরিক্ষার ফলাফল জালিয়াতির দুর্নীতির অভিযোগে আবারও আলোচনায় এসেছে সিরাজগঞ্জ

Scroll to Top