২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

ট্রাম্প পুতিনের সঙ্গে ‘খুব শিগগিরই’ সাক্ষাৎ করবেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘খুব শিগগিরই’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন ও রুশ কর্মকর্তাদের আলোচনার আগে স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘কোনও সময় নির্ধারণ করা হয়নি, তবে খুব শিগগিরই হতে পারে। ’

চলতি মাসেই কোনও বৈঠক হতে পারে কি না- তা জানাতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘এটা শিগগিরই হবে; দেখা যাক কী হয়। ’

যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট বলেন, ‘তাদের বিশাল শক্তিশালী মেশিন আছে, আপনি বুঝতেই পারছেন। তারা হিটলারকে পরাজিত করেছে, তারা নেপোলিয়নকে পরাজিত করেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। ’

তিনি বলেন, ‘তারা আগেও এটা করেছে। কিন্তু আমার মনে হয় তিনি যুদ্ধ বন্ধ করতে চান। ’

আপনি কি মনে করেন যে পুতিন ইউক্রেনের সমস্ত ভূখণ্ড দখল করতে চান- এমন প্রশ্ন করা হলে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্টকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছেন আর যদি তাই হয় তবে এটি ‘আমাদের জন্য একটি বড় সমস্যা’ হবে।

এর আগে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পুতিন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ‘শান্তির’ আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যদিও শীর্ষ মার্কিন এ কূটনীতিক সতর্ক করে বলেন, এ সংঘাত রাতারাতি সমাধান হবে না।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কোয়েটায় পুলিশ পোস্টে হামলা: দুই পুলিশ শহীদ, চার হামলাকারী নিহত

বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের কোয়েটার শাবান এলাকায় একটি পুলিশ পোস্টে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য শহীদ হন এবং চারজন হামলাকারী নিহত হন।

যুক্তরাষ্ট্র সমর্থনের বিনিময়ে ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদ চায়

যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেকটা পেতে চায় । তবে ট্রাম্প প্রশাসনের প্রবল চাপ সত্ত্বেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ।

বাংলাদেশে সরকার পরিবর্তনে আমেরিকার হাত নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশের সরকার পরিবর্তনে আমেরিকা বা আমেরিকান ডিপ স্টেটের কোনো সংশ্লিষ্টতা নেই। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) একজন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ

গাজায় পুনরায় হামলার শঙ্কা

ইসরায়েলের সামরিক বাহিনী বন্দি বিনিময় স্থগিত হয়ে যাওয়ায় গাজায় আবারও হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে । এরই মধ্যে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠিয়েছে তারা। আগামী শনিবারের মধ্যে

Scroll to Top