মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘খুব শিগগিরই’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন ও রুশ কর্মকর্তাদের আলোচনার আগে স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘কোনও সময় নির্ধারণ করা হয়নি, তবে খুব শিগগিরই হতে পারে। ’
চলতি মাসেই কোনও বৈঠক হতে পারে কি না- তা জানাতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘এটা শিগগিরই হবে; দেখা যাক কী হয়। ’
যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট বলেন, ‘তাদের বিশাল শক্তিশালী মেশিন আছে, আপনি বুঝতেই পারছেন। তারা হিটলারকে পরাজিত করেছে, তারা নেপোলিয়নকে পরাজিত করেছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। ’
তিনি বলেন, ‘তারা আগেও এটা করেছে। কিন্তু আমার মনে হয় তিনি যুদ্ধ বন্ধ করতে চান। ’
আপনি কি মনে করেন যে পুতিন ইউক্রেনের সমস্ত ভূখণ্ড দখল করতে চান- এমন প্রশ্ন করা হলে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্টকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছেন আর যদি তাই হয় তবে এটি ‘আমাদের জন্য একটি বড় সমস্যা’ হবে।
এর আগে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পুতিন গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ‘শান্তির’ আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যদিও শীর্ষ মার্কিন এ কূটনীতিক সতর্ক করে বলেন, এ সংঘাত রাতারাতি সমাধান হবে না।