২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে আম গাছে গাছে মুকুল, ঘ্রাণে ঘ্রাণে ছড়াচ্ছে সুভাষ

শাহজাহান সাজু কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের আনাচে-কানাচে, রাস্তার ধারে, বাড়ির আঙিনায় হলুদ রঙের তোখায় তোখায় আমের মুকুলের মনকাড়া ঘ্রাণে ঘ্রাণে মৌমাছির মৌ মৌ শব্দে জানান দিচ্ছে বসন্ত চলে এসেছে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে।

পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা দিচ্ছে। আম বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল। মুকুলে ছেয়ে আছে গাছের ডালপালা। এমনই দৃশ্যের দেখা মিলেছে জেলার বিভিন্ন গ্রামে। দৃশ্যটি যে কাউকেই কাছে টানবে। দুরন্ত শৈশবে কাঁচা-পাকা আম পাড়ার আনন্দ অনেকেরই স্মৃতিতে চির অমর।

জেলার প্রায় সব এলাকায় মুকুলে ছেয়ে গেছে আম গাছ। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো। বাগানগুলোতে রয়েছে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হাঁড়িভাঙা জাতের গাছ। তবে ছোট আকারের চেয়ে বড় ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে।

তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বেশি ফলনের আশা করছেন কিশোরগঞ্জের বাগান মালিকরা। বেশ কয়েকজন কৃষক জানান, আম গাছে এবার আগেভাগে মুকুল এসেছে। এখন আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ আমগাছে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর তারা আমের ভালো ফলন পাবেন বলে আশা করছেন। জেলায় বছরজুড়ে নিয়মিত পরিচর্যা, গাছের গোড়ায় বাঁধ দিয়ে পানি সেচের ফলে গাছ নিয়মিত খাদ্য পাচ্ছে। এতে পরিশ্রমের ফলও মিলছে। জেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণের এমনই চিত্র দেখা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন আমবাগান চাষী ও বাড়ির আঙিনার আম বাগান কৃষক কৃষাণীদের।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাহানা করে জটিল পথে, কঠিন পথে নির্বাচনকে ধ্বংস করতে চায় তাহলে বিএনপি কাউকে ছাড়বে না: এড. ফজলুর রহমান

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির

রংপুর মহানগর তাজহাট থানা কর্তৃক দেশীয় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারী গ্রেফতার

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ ভিকটিম মোঃ মনিরুল ইসলাম মিরান (২৩) রংপুর কারমাইকেল কলেজ, এর হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষ ছাত্র। ১৯/০২/২০২৫ খ্রি. বাসযোগে

মোহাম্মদপুরে রাতভর যৌথবাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছে দুজন। এ ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান: বিপ্লবী ছাত্র পরিষদের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ জুলাই-আগস্টে গণহত্যা চলার সময়ে নীরবতা পালন করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান

Scroll to Top