মোহাঃ রকিব উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানীকারক গ্রুপের ২০২৫-২০২৭ মেয়াদের (২৪ মাস) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনারস প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ একরামুল হক (মেসার্স এলিন এন্টারপ্রাইজ)।
বন্দরের উন্নয়নে বড় পরিবর্তনের পরিকল্পনা
সভাপতি নির্বাচিত হওয়ার পর আলহাজ্ব মোঃ একরামুল হক বলেন, সোনামসজিদ স্থলবন্দর দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। ব্যবসায়ীদের সুবিধার জন্য বন্দরের কাঠামোগত উন্নয়ন করা হবে এবং আমদানী-রপ্তানী কার্যক্রম আরও সহজীকরণ করা হবে।
তিনি আরও বলেন, বন্দরের গুদাম, ট্রাক টার্মিনাল এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে যাতে ব্যবসায়ীরা দ্রুত ও নির্বিঘ্নে পণ্য আমদানী-রপ্তানী করতে পারেন। তিনি আশ্বাস দেন যে, গাড়ির সংখ্যা বৃদ্ধি, শুল্ক কার্যক্রম সহজীকরণ, আমদানী-রপ্তানীর সময় কমানো এবং ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।
তার সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ীরা
এই নির্বাচনে তার সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর আমিন (পরিচালক, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি) এবং মোহাঃ আরিফ উদ্দীন (ইতি) (মেসার্স আরিফ অর্ক এন্টারপ্রাইজ)।
মোঃ নুর আমিন বলেন, সোনামসজিদ স্থলবন্দর ব্যবসার বড় কেন্দ্রবিন্দু। একরামুল হকের নেতৃত্বে বন্দরের উন্নয়ন তরান্বিত হবে। ব্যবসায়ীদের জন্য আরও সুযোগ তৈরি হবে এবং রপ্তানী বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।
বাংলাদেশের অন্যতম প্রধান স্থলবন্দর সোনামসজিদ দিন দিন ব্যবসার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন নেতৃত্বের মাধ্যমে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের আমদানী-রপ্তানী খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ব্যবসায়ীরা আশাবাদী।