মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :
“বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর বাজারের ধানহাটিতে এই সভা অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শাহ্ শিবলী সাদিক।
সভায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং সহ নানা অপরাধ বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।