গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে গুরুদাসপুর পৌর বিএনপির উদ্যোগে গতকাল (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় গুরুদাসপুরে (চাঁচকৈড় বাজার, ডিমহাটা রোড) যুবদল ও ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, দেশের অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার, নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, নাজমুল করিম নজু, সাবেক সিনিয়র সহ সভাপতি, গুরুদাসপুর পৌর বিএনপি।
সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, সাবেক সাধারন সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি, আমজাদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ আপেল মাহমুদ, যুগ্ম সম্পাদক, গুরুদাসপুর পৌর যুবদল, এম সময় হাসান, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল।
উক্ত সভা পরিচালনা করেন, মিলন মাহমুদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, গুরুদাসপুর পৌর বিএনপি।
এছারাও উপস্থিত ছিলেন, রবিউল করিম শাহ্, সভাপতি গুরুদাসপুর পৌর শ্রমিকদল, মোঃ এমদাদুল হক, সাধারন সম্পাদক, গুরুদাসপুর পৌর শ্রমিকদল, মোঃ আনিসুর রহমান আনিস, গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মোঃ এমদাদুল হক, যুগ্ন আহবায়ক, গুরুদাসপুর পৌর যুবদল, মোঃ মাসুদ রানা প্রাং, যুগ্ম আহ্বায়ক, ঢাকা বাংলা করেল ছাত্রদল, মোঃ আলিম প্রাং, সদস্য, ঢাকা বাংলা কলেজ ছাত্রদল, সরদার হারুনুর রশিদ, গুরুদাসপুর পৌর বিএনপি নেতা। এছারাও গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা শেষ নৈশভোজের আয়োজন করা হয়।