মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ
আজ ১৮ই ফেব্রুয়ারী চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এর মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম।
উক্ত সমাবেশে চট্টগ্রাম মহানগরের আমির শাহাজান চৌধুরী সহ চট্টগ্রামের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন,জনাব শাহজাহান চৌধুরীর মুক্তির দাবি চেয়ে বলেন, এই অন্ত বর্তি কালিন সরকার রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছেন, তাই তারা যেনা ১৮কোটি মানুষের অধিকার নিশ্চিত করেন এবং মজলুম জননেতা আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্তে মুক্তি দেন।
এবং উক্ত সমাবেশে জামায়েতের আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, সারা চট্টগ্রাম আজ একটি শব্দে কম্পিত হয়েছে সেটি হলো “আজহার ভাইয়ের মুক্তি”
উল্লেখ্য যে এ টি এম আজহার ১৩ বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। তাঁকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ন্যূনতম চিকিৎসাসেবাটুকুও দেওয়া হয়নি।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের ওপর শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। এই পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি তারিখ ধার্য রয়েছে