২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম শহরের সমাবেশে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামী ও সাধারন মানুষের যোগদান

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ

আজ ১৮ই ফেব্রুয়ারী চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এর মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম।

উক্ত সমাবেশে চট্টগ্রাম মহানগরের আমির শাহাজান চৌধুরী সহ চট্টগ্রামের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন,জনাব শাহজাহান চৌধুরীর মুক্তির দাবি চেয়ে বলেন, এই অন্ত বর্তি কালিন সরকার রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছেন, তাই তারা যেনা ১৮কোটি মানুষের অধিকার নিশ্চিত করেন এবং মজলুম জননেতা আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্তে মুক্তি দেন।

এবং উক্ত সমাবেশে জামায়েতের আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, সারা চট্টগ্রাম আজ একটি শব্দে কম্পিত হয়েছে সেটি হলো “আজহার ভাইয়ের মুক্তি”

উল্লেখ্য যে এ টি এম আজহার ১৩ বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। তাঁকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ন্যূনতম চিকিৎসাসেবাটুকুও দেওয়া হয়নি।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের ওপর শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেন। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। এই পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি তারিখ ধার্য রয়েছে

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র ফিরবে: রিজভী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,

বাহানা করে জটিল পথে, কঠিন পথে নির্বাচনকে ধ্বংস করতে চায় তাহলে বিএনপি কাউকে ছাড়বে না: এড. ফজলুর রহমান

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির

ঘোড়াঘাটে ছাত্রলীগ নেতা শ্যাম গ্রেপ্তার

আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ঘোড়াঘাট নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান আলী শ্যামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা

সখিপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আহমেদ আজম খান

মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধিঃ আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বুধবার সখিপুর উপজেলার মোন্তাজনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে

Scroll to Top