জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট প্রতিনিধিঃ
সিলেট তামাবিল মহাসড়কে হরিপুর উমনপুর নামক স্হানে জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা হরিপুর উমনপুরে এই ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ ঘটিকার সময় জাফলংগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব-১৪-২০৯৯) এর সাথে সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশা ( সিলেট-থ-১২-৮৮৭৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের কোন সঠিক তথ্য পাওয়া যায় নি। তবে সিএনজি চালিত অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়া দিয়েছে।