ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
তথ্যপ্রযুক্তির এই বিপ্লবের যুগে আমরা প্রতিনিয়ত কম্পিউটার, ইন্টারনেট ও আধুনিক প্রযুক্তির নানা সুবিধা উপভোগ করছি। কিন্তু এসব প্রযুক্তির নেপথ্যে থাকা বিজ্ঞানীদের সম্পর্কে জানার সুযোগ খুব কম। সেই অভাব পূরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান (গ্রন্থে প্রকাশ : এম এম রহমান) রচনা করেছেন নতুন বই ‘কম্পিউটার বিজ্ঞানীদের গল্প’।
বইটিতে কম্পিউটার বিজ্ঞানের পথিকৃৎদের জীবনী ও অবদান তুলে ধরা হয়েছে। চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেস, অ্যালান টিউরিং, জন ভন নিউম্যান, গ্রেস হপার, টিম বার্নার্স-লি, ডোনাল্ড নুথ, ডেনিস রিচি, লিনাস টরভাল্ডসসহ অনেক কিংবদন্তি বিজ্ঞানীর জীবনসংগ্রাম ও তাঁদের আবিষ্কারের গল্প বইটিতে স্থান পেয়েছে। তাঁদের উদ্ভাবন শুধু প্রযুক্তির জগতেই নয়, বরং পুরো মানবসভ্যতার গতিপথই বদলে দিয়েছে।
শুধু বিজ্ঞানীদের গল্প নয়, প্রযুক্তি জগতের সফল উদ্যোক্তাদের জীবনও বইটিতে তুলে ধরা হয়েছে। স্টিভ জবস, বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, জ্যাক মার মতো প্রযুক্তি উদ্যোক্তারা কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাঁদের উদ্ভাবনী চিন্তা কীভাবে বিশ্ব পরিবর্তন করেছে—এসব বিষয় বইটিতে আলোকপাত করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বইটি সম্পর্কে বলেন, “প্রযুক্তির বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণায় আগ্রহী হতে হবে। ‘কম্পিউটার বিজ্ঞানীদের গল্প’ সহজ ভাষায় লেখা হয়েছে, যা শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকদের জন্য উপযোগী। এটি নতুন প্রজন্মকে প্রযুক্তির পথে অনুপ্রাণিত করবে।”
লেখক ড. মো. মিজানুর রহমান বলেন, “কম্পিউটার বিজ্ঞানের ইতিহাস শুধুই তথ্যভিত্তিক নয়, এটি এক অনুপ্রেরণার গল্প। বইটিতে বিজ্ঞানীদের পাশাপাশি প্রযুক্তি উদ্যোক্তাদের সফলতার গল্প তুলে ধরা হয়েছে, যাতে তরুণরা তাঁদের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়তে পারে।”
অমর একুশে বইমেলা ২০২৫-এ মেঘদূত প্রকাশন থেকে বইটি পাওয়া যাচ্ছে।