মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিএনপি ও বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে।
এই কর্মসূচির সমন্বয়ক হিসেবে ছিলেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, যিনি পাটগ্রাম থেকে এর আয়োজন করেন। কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও, বক্তব্য রাখেন অধ্যক্ষ আশাদুল হাবিব, ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
৪৮ ঘণ্টার এই কর্মসূচি শুরু হয় ১৭ তারিখে এবং সমাপ্তি ঘোষণা করা হয় ১৮ তারিখে, মশাল প্রজ্বলনের মাধ্যমে।