২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

রংপুরে শুরু হলো তারুণ্য মেলা ও বসন্ত বরন উৎসব

মোঃ সাজেল রানা, ক্যাম্পাস প্রতিবেদকঃ

রংপুরের কারমাইকেল কলেজ প্রাঙ্গণে শুরু হলো ২০২৫ সালের তারুণ্য মেলা ও বসন্ত বরন উৎসব। এ উপলক্ষে আজ অনুষ্ঠিত হয়েছে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন নানা শ্রেণির বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, রংপুর রেঞ্জ জনাব আমিনুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেহেনা খাতুন, প্রফেসর দিলীপ কুমার রায়, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান।

এই উৎসবের উদ্দেশ্য হলো নতুন বছরকে বরণ করা এবং আমাদের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। বসন্তের আগমনকে স্বাগত জানাতে ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণ উৎসাহের সাথে অংশ নেন এই অনুষ্ঠানে।

এছাড়া, মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেছে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। উক্ত মেলা ও অনুষ্ঠানটির মাধ্যমে দেশী সংস্কৃতি এবং যুব সমাজের মধ্যে সুসম্পর্ক ও একতার বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।এদিনে, মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে নানা রকম স্টল, যেখানে স্থানীয় হস্তশিল্প, গাছপালা, খাবার ও বিভিন্ন ধরনের পরিধেয় পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলার এই আয়োজনের মাধ্যমে তরুণদের সৃজনশীলতার বিকাশ এবং দেশীয় সংস্কৃতির প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে কারমাইকেল কলেজ।

অবশেষে, সবার উপস্থিতিতে মেলার সমাপ্তি ঘোষণা করা হয় এবং মশাল প্রজ্বলন করে পুরো এলাকার মধ্যে আনন্দ ও উত্সাহের পরিবেশ সৃষ্টি করা হয়।

এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা অত্যন্ত আনন্দিত, কারণ এটি তাদের জন্য একটি নতুন সূচনা এবং ঐতিহ্যকে সমৃদ্ধ করার একটি সুযোগ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল

মোহাইমিনুল হাসান: সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল শেষে সমাবেশে ছাত্রনেতারা

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের কক্ষে এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে মারধরের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুবিতে বিতর্ক প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সহায়তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “ভাষাদিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

আট পেরিয়ে নয়ে নৃবিজ্ঞান বিভাগ

ইকবাল মাহমুদ , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অষ্টম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য

Scroll to Top