শাহজাহান সাজু কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে লোকে লোকারণ্য। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিএনপির সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। সমাবেশ স্থলসহ শহরের মোড়ে-মোড়ে অলি-গলিতে লোকে লোকারণ্য। সমাবেশ মঞ্চে উপস্থিত থাকা দলের নেতারা সমাবেশ আসা লোকজনদেরকে হাত নেরে শুভেচ্ছা জানান। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান, বিএনপির নেতারা।
কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতারা বলেন, আজকের এ সমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। কিশোরগঞ্জে ১৩টি উপজেলাসহ আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।