২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে লোকে লোকারণ্য

শাহজাহান সাজু কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে লোকে লোকারণ্য। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিএনপির সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। সমাবেশ স্থলসহ শহরের মোড়ে-মোড়ে অলি-গলিতে লোকে লোকারণ্য। সমাবেশ মঞ্চে উপস্থিত থাকা দলের নেতারা সমাবেশ আসা লোকজনদেরকে হাত নেরে শুভেচ্ছা জানান। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান, বিএনপির নেতারা।

কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতারা বলেন, আজকের এ সমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। কিশোরগঞ্জে ১৩টি উপজেলাসহ আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র ফিরবে: রিজভী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,

বাহানা করে জটিল পথে, কঠিন পথে নির্বাচনকে ধ্বংস করতে চায় তাহলে বিএনপি কাউকে ছাড়বে না: এড. ফজলুর রহমান

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতিরোধ, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির

ঘোড়াঘাটে ছাত্রলীগ নেতা শ্যাম গ্রেপ্তার

আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ঘোড়াঘাট নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান আলী শ্যামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা

সখিপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আহমেদ আজম খান

মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধিঃ আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বুধবার সখিপুর উপজেলার মোন্তাজনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে

Scroll to Top