১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

উত্তরায় হামলার শিকার সেই যুগল দম্পতি নয়, যা জানালেন প্রকৃত স্ত্রী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

বর্তমানে আলোচনায় পুরুষ সঙ্গীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ানো সেই নারী। রাজধানীর উত্তরায় সোমবার রাতে এক যুগলকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় পুরুষ সঙ্গীকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান সেই নারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুরুষ সঙ্গীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন এক নারী। আর জীবন বাজি রেখে ধারালো অস্ত্রের সামনে চলে আসেন নিজেই। এ সময় পুরুষ সঙ্গীকে বাঁচাতে হাত জোর করে আঁকুতি জানাতে দেখা যায় তাকে। পুরুষ সঙ্গীকে বাঁচাতে ওই নারী এমন সাহসিকতাকে স্যালুট জানাচ্ছেন অনেকে। নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। পরে আহত অবস্থায় সেই যুগলকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু এবার কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে। উত্তরার ৭ নম্বর সেক্টর এলাকায় হামলার শিকার সেই দম্পতি স্বামী-স্ত্রী নন বলে দাবি করেছেন আহত ব্যক্তির প্রকৃত স্ত্রী শম্পা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসায় সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন।

মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত করা হলেও, তাদের মধ্যে কোনো বৈধ সম্পর্ক নেই বলে দাবি করেছেন শম্পা নামের ওই নারী, যিনি নিজেকে মেহেবুল হাসানের প্রকৃত স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।

শম্পা গণমাধ্যমকে জানান, ‘মেহেবুল হাসান আমার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা।’ তিনি আরও দাবি করেন, এই ব্যাপারে তার কাছে প্রমাণ রয়েছে।
তিনি আরও বলেন, তার স্বামী (মেহেবুল হাসান) আহত হওয়ার পর তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তাকে ভয় দেখানো হয়েছে। আমি যেনো কিছু স্বীকার না করি। তারা আমাকে ভয় দেখাচ্ছে, আমি যেনো এই বাসা থেকে বের হয়ে যায়। আমাদের বিয়ে হয়েছে ২০১৬ সালে। আমাদের দুটি সন্তান রয়েছে। তাদের নিয়ে কোথায় যাব। এক সন্তানের বয়স ৪ বছর আরেকটির বয়স ৫ বছর।

শম্পা অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে নাসরিন আক্তারের পরকীয়া সম্পর্ক রয়েছে, তবে তাদের আনুষ্ঠানিক বিয়ে হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন। এছাড়া, মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করায় তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মেহেবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন। ঘটনার দিন সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। শম্পা জানান, সাধারণত স্বামী বাসার বাইরে থাকলে তার সঙ্গে যোগাযোগ করেন না, তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ দেখে হামলার বিষয়টি জানতে পারেন।

এদিকে, উত্তরায় ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এ ঘটনায় এর আগে মো. মোবারক হোসেন (২৫) রবি রায় (২২) ও মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২) নামের আরও তিনজন গ্রেপ্তার ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবির লং মার্চে উপাচার্য ও কোষাধ্যক্ষ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি ০৩ দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে উপস্থিত হয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.

চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই বন্দর সেরা না হলে দেশের অর্থনীতিও সেরা হবে

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যায় বিচারের দাবি বড় ভাইয়ের, জানাজায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার বড় ভাই আনোয়ারুজ্জামান সাগর।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে প্রধান উপদেষ্টার নির্দেশনা

মোহাম্মদ রকিবুল হক শাকিল, চট্টগ্রাম প্রতিনিধি আজ ১৪ মে ২০২৫: চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূণ‍্যে নামিয়ে আনতে

Scroll to Top