কুবি প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে “শহীদ আবদুল কাইয়ুম স্মৃতি বইমেলা”। বিশ্ববিদ্যালয়ের “নতুন সূর্যোদয়, কুবি” সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই বইমেলা ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান থাকবে এই আয়োজন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বইমেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মো. সাকিব হোসাইন।
আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, তিন দিনব্যাপী এই বইমেলা পাঠকদের জন্য জ্ঞান ও সাহিত্যচর্চার নতুন দ্বার উন্মোচন করবে। এছাড়া বইমেলাকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
নতুন সূর্যোদয় সংগঠনটির সার্বিক তত্ত্বাবধায়ক আইন বিভাগের বায়েজিদ হোসেন বলেন, ‘কুবি’তে এর আগে আমরা তিন দিনব্যাপি বইমেলার সাথে পরিচিত ছিলাম না। নতুন সূ্র্যোদয় কুবি ক্যাম্পাস নিয়ে নতুন ভাবে ভাবতে শুরু করছে। নতুনত্বই ‘নতুন সূ্র্যোদয়ের’ অঙ্গীকার। আশা করি, আমরা এই অঙ্গীকার রাখতে সক্ষম হব।
তিনি আরও বলেন, ‘বই মেলার প্রথম দিনে পাঠকদের সাড়া পাওয়া গেছে। আগামী দুইদিন আরো ভালো হবে বলে প্রত্যাশা করি। আমরা আমাদের শহীদ ( আব্দুল কাইয়ুম) ভাইকে স্মরণ করে প্রতিবছর এমন অনুষ্ঠানের প্রত্যাশা করি।’