২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

ইবিতে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ও মশাল মিছিল

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ শাখা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের  জিয়া মোড় থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  মেইন গেটে এসে এসে সমবেত হয়।

এ সময় তাদের,”কুয়েটে হামলা কেন প্রশাসন জবাব চাই”, ” দিয়েছিতো রক্ত আরো দিব রক্ত, এই রক্ত কোনো দিনও পরাজয় মানে না”,  “সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সহ সভাপতি সাদীয়া মিম  বলেন, কুয়েটের মত জাতীয় পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়ের যে হামলা হয়েছে, যে সহিংস আচরণ শিক্ষার্থীদের সাথে করা হয়েছে তা অত্যান্ত নেক্কার জনক। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও এর সাথে জড়িত সকল রাজনৈতিক অরাজনৈতিক বা যেই হোক না কেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আওত্তায় আনা হয়। সকল ছাত্র সমাজ ও সকল জনতার মনে যেন এই শাস্তি যেন দৃষ্টান্ত স্থাপন করে থাকে।

সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, গতকাল দিনভর কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের সাহায্যে জানতে পেরেছি ছাত্রদল এই হামলা চালিয়েছে। এছাড়া আরো দেখেছি স্থানীয় যুবদলকে হামলার  অংশীদার হিসেবে মনে করা হচ্ছে। আমার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়, আমরা অতীতে শিবির, ছাত্রদলের হাতে অস্ত্রের ঝনঝনানি দেখেছি। এছাড়াও সর্বশেষ ছাত্রলীগ বিগত ১৬ বছরে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে যে কলঙ্কিত করেছে এর দায়ভার ছাত্রলীগ কোনোভাবে এড়াতে পারে না। আমরা ক্যাম্পাসের আর অপরাজনীতি দেখতে চাই না। আমরা ইতিমধ্যে দেখেছি কুয়েট আগামী আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। আমরা বাংলাদেশের আর কোন বিশ্ববিদ্যালয়কে এরকম দেখতে চাই না যে কোন ছাত্র সংগঠনের আধিপত্য বিস্তারের কারণে ক্যাম্পাস একদিনের জন্য বন্ধ হোক। সর্বশেষ কুয়েটে যে হামলার ঘটনা ঘটেছে সেটার সুস্থ তদন্ত দাবি করছি এবং জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারকে জোর দাবি জানাচ্ছি এবং কোন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি যেন আধিপত্য বিস্তার না করতে পারে তার জোর দাবি জানাচ্ছি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভাষা শহীদদের স্মরণে বাকৃবিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বাকৃবি প্রতিনিধি: বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ পালিত

এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল

মোহাইমিনুল হাসান: সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল শেষে সমাবেশে ছাত্রনেতারা

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের কক্ষে এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে মারধরের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুবিতে বিতর্ক প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সহায়তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “ভাষাদিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

Scroll to Top