২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট করা সকল ডিসিদের, ওএসডিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে

মোঃ সাজেল রানাঃ

রাজনীতির মাঠে ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ২০১৮ সালের সাধারণ নির্বাচন। নির্বাচনকালীন সময়ে রাতের ভোট নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং সেই সময়কার ডিসি ও অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ১৯ শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় একযোগে দুটি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও সমন্বয়ক সারজিস আলম। তারা তাদের পোস্টে ২০১৮ সালের নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মে জড়িত ডিসি ও ওএসডি কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেন।

এই ঘোষণায় তারা আরও উল্লেখ করেছেন যে, ইতিমধ্যে ৩৩ জন ওএসডি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নির্বাচনকালীন সময়ে রাতের ভোট নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজসেবী সংগঠনগুলো সেই সময়কার ডিসি ও কর্মকর্তাদের বিরুদ্ধে সরব হয়েছিল।

উপদেষ্টা আসিফ মাহমুদ ও সমন্বয়ক সারজিস আলম জানান, “২০১৮ সালের নির্বাচনে রাতের ভোটে যে সকল ডিসি ও কর্মকর্তারা কোনো ধরনের অনিয়ম বা অবৈধ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।”তাদের পোস্টে দেখে এটা স্পষ্টত হয় , “এই পদক্ষেপ শুধু তাদের জন্য নয়, বরং ভবিষ্যতে কোনো কর্মকর্তার দ্বারা নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে দেয়া হবে না। আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাবিতে একুশে বইমেলা শুরু

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন বেলা ১২টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই

ঘোড়াঘাটে যুবলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জালুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শেওড়াপাড়া মেট্রো স্টেশন এলাকায় সেনাবাহিনীর অভিযানে দুই কুখ্যাত অপরাধী গ্রেফতার

মোঃ সাজেল রানাঃ ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার): গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশন কেন্দ্রীয় মসজিদ এলাকায় সেনাবাহিনীর ৮৬

কেন্দ্রীয় শহীদ মিনারে উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন

Scroll to Top