মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গতকাল সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। এ আন্দোলনের সময় তারা শ্রেণীকক্ষে পাঠদান বর্জন করে তালা ঝুলিয়ে দেয়। তাদের দাবি, ক্যাম্পাসে রাজনীতি মুক্ত পরিবেশ বজায় রাখতে হবে এবং সন্ত্রাসী কার্যক্রম ও ছাত্র রাজনীতি থেকে ক্যাম্পাস মুক্ত করতে হবে।
এ ঘটনার পরপরই কুয়েটের সিন্ডিকেট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে। শিক্ষার্থীরা এরই মধ্যে দাবি জানায়, ক্যাম্পাসে রাজনীতি মুক্ত পরিবেশ থাকতে হবে এবং রাজনীতি-সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
আজ সন্ধ্যায় শিক্ষার্থীরা এক শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে। মোমবাতির আলোয় তারা নিজেদের দাবি সবার সামনে তুলে ধরে। শিক্ষার্থীরা বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই, যেখানে শুধু শিক্ষার পরিবেশ থাকবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান থাকবে না।”
শিক্ষার্থীরা আরও বলেন, “কুয়েটের শিক্ষার্থীরা তাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চায়, আর এ আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবিগুলি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চায়।”সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং আন্দোলনকারীদের দাবি নিয়ে প্রশাসন আলোচনা করছে। শিক্ষার্থীরা আশাবাদী যে, প্রশাসন তাদের দাবি দ্রুত কার্যকর করবে এবং ক্যাম্পাসে রাজনীতি মুক্ত পরিবেশ সৃষ্টি হবে।
এই আন্দোলনে শিক্ষার্থীরা একযোগে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, প্রশাসন দ্রুত তাদের দাবি মেনে নেবে এবং ক্যাম্পাসের পরিবেশ আরও শান্তিপূর্ণ হবে।