ইকবাল মাহমুদ, ক্যাম্পাস প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক ছাত্রী। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপের এক মেসে এই ঘটনা ঘটে।
জানা যায়, তিনি ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পপুলেশন সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীর সঙ্গে প্রেমঘটিত কারণে ভিডিও কলে কথা হতে থাকে ওই ছাত্রীর। কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে ছেলের চিৎকারে অগ্নিবীণা হলের অন্য শিক্ষার্থীরা মেয়েটিকে বাঁচাতে তাঁর মেসের দিকে যায়। এরপর তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে প্রেমিকার এ অবস্থা দেখে একাধিকবার পাঁচতলা হলের চারতলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সেই ছাত্র। তবে আশপাশের শিক্ষার্থীরা তাঁকে সরিয়ে আনেন।
এ বিষয়ে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাইভেট মেডিকেল সেন্টারের ডাক্তার তাকে নিরাপদ বলে আশ্বস্ত করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে দুদিনের পর্যবেক্ষণে রাখা হবে।