ইকবাল মাহমুদ , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অষ্টম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে নৃবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। টি-শার্ট বিতরণ, গঠনমূলক আলোচনা সভা,কেক কাটা, র্যালী এবং খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এরপর পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ প্রসঙ্গে বিভাগের বিভাগীয় প্রধান জান্নাতুল নাঈম তার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন,নৃবিজ্ঞান বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। নৃবিজ্ঞান বৈচিত্র্যতাকে সৌন্দর্য হিসেবে গণ্য করে র্যালী, খেলাধূলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এতটা সুশৃঙ্খল ও সফলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য নৃবিজ্ঞান পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ এবং নৃবিজ্ঞান বিভাগ সময়ের সাথে সাথে আরও এগিয়ে যাবে।
বিভাগের শিক্ষার্থীরা জানায়,অষ্টম বর্ষ পূর্তি সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত।প্রতি বছরই যেনো এই ধারাবাহিকতা বজায় থাকে এই প্রত্যাশা কামনা করছি এবং ধন্যবাদ জানাতে চাই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাদের।