২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

আট পেরিয়ে নয়ে নৃবিজ্ঞান বিভাগ

ইকবাল মাহমুদ , নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অষ্টম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে নৃবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। টি-শার্ট বিতরণ, গঠনমূলক আলোচনা সভা,কেক কাটা, র‍্যালী এবং খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এরপর পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ প্রসঙ্গে বিভাগের বিভাগীয় প্রধান জান্নাতুল নাঈম তার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন,নৃবিজ্ঞান বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। নৃবিজ্ঞান বৈচিত্র্যতাকে সৌন্দর্য হিসেবে গণ্য করে র‍্যালী, খেলাধূলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এতটা সুশৃঙ্খল ও সফলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য নৃবিজ্ঞান পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ এবং নৃবিজ্ঞান বিভাগ সময়ের সাথে সাথে আরও এগিয়ে যাবে।

বিভাগের শিক্ষার্থীরা জানায়,অষ্টম বর্ষ পূর্তি সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত।প্রতি বছরই যেনো এই ধারাবাহিকতা বজায় থাকে এই প্রত্যাশা কামনা করছি এবং ধন্যবাদ জানাতে চাই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাদের।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভাষা শহীদদের স্মরণে বাকৃবিতে পুষ্পার্ঘ্য অর্পণ

বাকৃবি প্রতিনিধি: বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ পালিত

এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল

মোহাইমিনুল হাসান: সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল শেষে সমাবেশে ছাত্রনেতারা

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের কক্ষে এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে মারধরের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুবিতে বিতর্ক প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সহায়তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “ভাষাদিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

Scroll to Top