২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

রংপুর মহানগর তাজহাট থানা কর্তৃক দেশীয় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারী গ্রেফতার

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

ভিকটিম মোঃ মনিরুল ইসলাম মিরান (২৩) রংপুর কারমাইকেল কলেজ, এর হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষ ছাত্র। ১৯/০২/২০২৫ খ্রি. বাসযোগে ঢাকা হইতে ফেরার পথে ফজরের আযানের সময়ে রংপুর মডার্ণ মোড়ে নেমে আজ্ঞাতনামা একই রিক্সা যোগে ভারতীয় নাগরিক সত্যম (২১) সহ মডার্ণ মোড় হতে রওনা করে কেন্দ্রীয় বাস টার্মিনালগামী পাকা রাস্তায় “আশা” নামক এনজিও এর আঞ্চলিক কার্যালয়ের সামনে সময় অনুমান ভোর ০৫.০০ ঘটিকায় আসামাত্র ভিকটিমদ্বয়ের রিক্সার সামনে তিনজন মটরসাইকেল আরোহী পথ রোধ করে হাতে থাকা গরু জবাই করা বড় ছোরা দ্বারা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমদ্বয়ের নিকট থাকা ০২ (দুইটি) টাচ ফোন,কাপড়ের ঘাড় ব্যাগ, মানিব্যাগ, মানিব্যাগে থাকা নগদ ৩২০০/- (তিন হাজার দুইশত) টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

ভারতীয় নাগরিক জনাব সত্যম‘কে উক্ত অজ্ঞাতনামা তিন মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন তার হাতে থাকা গরু জবাই করা ছোরা দ্বারা মাথার বাপ পাশে কপালের উপরে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার নিকট থাকা ০১ (এক) টি আইফোন ১৩ মিনি মডেলের স্মার্ট ফোন, একটি মানিব্যাগ, মানিব্যাগে থাকা নগদ ১২০০/- (এক হাজার দুইশত) টাকা ও ভারতীয় ড্রাইভিং লাইন্সেস পেনকার্ড, এটিএম কার্ড, কলেজের স্টুডেন্ট আইডি, জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে তারা চলে যায়। ভিকটিম এর এজাহার থানায় প্রাপ্ত হয়ে মামলা রুজু করা হয়।

মামলার ভিত্তিতে তাৎক্ষনিক ব্যাপক পুলিশি অভিযান চালানো হয় এবং ১। মোঃ আল শাহরিয়ার সাহস (২৬), পিতা-মৃত গাউছুল হক, সাং-নিউ আদর্শপাড়া, কামারপাড়া, আসামী ২। মোঃ নিলয় হোসেন তনু (২৭), পিতা-মোঃ শাহীন হোসেন, সাং-আলমনগর পীরপুর, উভয় থানা-কোতয়ালী, মহানগর রংপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়ের হেফাজত হইতে ভিকটিমের লুন্ঠিত মালামাল
১। আইফোন ১৩ মিনি ১টি,
২।স্মার্ট মোবাইল ফোন ১ টি,
৩।মানিব্যাগ ১টি।
এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত গরু জবাই করা ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো ১৭ বছরের যুবকের

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দ্রুতগামী কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ

কিশোরগঞ্জে ভাষা শহীদদের প্রতি জনতার ফুলেল শ্রদ্ধা নিবেদন

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে কিশোরগঞ্জের সর্বস্তরের জনতা। শুক্রবার একুশের প্রথম প্রহর রাত ১২.০১ টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি

কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাঙচুর, এলাকাবাসীর ক্ষোভের সৃষ্টি

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনার ভে*ঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের গুণবতী কলেজ সংলগ্ন

কলেজ শহীদ মিনারে সোহরাওয়ার্দী কলেজস্থ ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

মোহাইমিনুল হাসান : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ

Scroll to Top