মেহেরপুর জেলা প্রতিনিধি:
২১’র প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা মহান শহীদ দিবস। শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে মুজিবনগর উপজেলা প্রশাসনের পুষ্পামাল্য অর্পনের মধ্যে দিয়ে এ দিবসের সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের নেতৃত্বে পুষ্পমাল্য অপর্ন করে উপজেলা প্রশাসন। মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পর্যায়ক্রমে মুজিবনগর উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি সাধারন সম্পাদক এর নেতৃত্বে সাংবাদিকবৃন্দ,জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরধী ছাত্র আন্দোলন, মুজিবনগর টুরিষ্ট পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ভিডিপি, উপজেলা ফায়ার ব্রিগেডের সিভিল ডিফেন্স, মুজিবনগর উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল, উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জাসাস, এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান।
পুষ্পমাল্য অর্পন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।