২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণ করলো কুবি পরিবার

কুবি প্রতিনিধি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

এর আগে কার্যক্রমের শুরুতে পৌনে এগারোটার দিকে গোলচত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে শহিদ মিনারে শেষ হয়। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপাচার্যের নেতৃত্বে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এরপরে হল ও বিভাগসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। সবশেষে বিভিন্ন অঙ্গসংগঠনসমূহ শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

এসময় শহিদ মিনারে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. আবদুল্লাহ আল মাহবুবসহ হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘নিজের মতো করে কথা বলার জন্য যুগে যুগে আন্দোলন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের কড়াল থাবায় আমাদের মতপ্রকাশ দাবিয়ে রেখে ছিল। আমাদের আব্দুল কাইয়ুমসহ হাজারো ছাত্র জনতার জীবন দিতে হয়েছে। যুগে যুগে যারা জীবন দিয়েছে। তাদের স্বপ্নকে লালিত করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এখানে উপস্থিত সকল শিক্ষার্থীকে সপথ নিতে হবে স্বাধীন বাংলা উপহার দিতে হবে।’

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘একুশে ফেব্রুয়ারি নিয়ে সবার মাঝে যে চরম উৎসাহ ও উদ্দীপনা দেখেছি এটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। নিজের ভাষায় কথা বলার জন্য রক্ত দিয়েছে এমন জাতি পৃথিবীতে একটাই আছে। এজন্য সারা পৃথিবীর মানুষ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মেনে নিয়েছে। জুলাই বিপ্লবেও অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। এই আত্মত্যাগের উদ্দেশ্য হলো একটাই জনহিতকর সরকার। যেকারণে বাংলার মানুষ বারবার জীবন দিয়েছে তার মূল উদ্দেশ্য হলো যত অনিয়ম আছে তা দূর করা।’

ভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো: আনোয়ার হোসেন বলেন, ‘যাদের আত্মত্যাগের কারণে মাতৃভাষা পেয়েছি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে যারা চব্বিশের গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছে তাদেরও আত্মার দোয়া ও মাগফিরাত কামনা করছি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভাষা শহিদদের স্বরণে শহিদ মিনারে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে ফটিকছড়ি প্রেসক্লাব। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে

শিবচরে বাহাদুরপুর মাহফিল ২০২৫ অনুষ্ঠিত এবং উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হাজী শরীয়তউল্লাহ (র.) সম্পর্কে বিশেষ আলোচনা

শিবচর, মাদারীপুর প্রতিনিধি: শিবচরের বাহাদুরপুরে অনুষ্ঠিত হয়েছে বিশাল ইসলামী মাহফিল, যেখানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলের প্রধান আলোচ্য বিষয় ছিল ইসলামি আদর্শ প্রচার ও

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ সমাপনী উদ্দীপনায়

মোহাঃরকিব উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আয়োজন করা তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে একুশে বইমেলা ও উদ্যোক্তা মেলা উদযাপন করা হয়েছে।

দীঘিনালায় আবাম ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি দীঘিনালাতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে মধ্য বোয়ালখালী সরকারি

Scroll to Top