মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনার ভে*ঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের গুণবতী কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষো*ভের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। চৌদ্দগ্রাম থানা পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তকাজ চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।