২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে বাসে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় বিবৃতি জানিয়েছেন “স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ” নামের একটি সামাজিক সংগঠন

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

রাজশাহীতে বাসে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ ও অন্য আরেকজন নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে।
এই ধরনের জঘন্য অপরাধ এবং নৃশংসতা সমাজের জন্য একটি গভীর ক্ষত। এটি শুধুমাত্র একজন নারীর ওপর অত্যাচার নয়, বরং সমগ্র মানবতার ওপর আঘাত।

স্টুডেন্ট মুভমেন্ট অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া আদনান এবং সাধারণ সম্পাদক কাজী ইমাম হোসাইন ইলাত যৌথ বিবৃতিতে বলেন, এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। কোনো নারীর ওপর এই ধরনের হিংস্রতা এবং অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং আইনের দৃষ্টিতে একটি গুরুতর অপরাধ।

এই ঘটনার দোষীদের অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়ে দ্রুত ও স্বচ্ছ তদন্ত করে অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষা, সচেতনতা এবং আইনের সঠিক প্রয়োগ অপরিহার্য। এই ধরনের ঘটনায় শুধু আইনই নয়, সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন প্রয়োজন। নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত নারী ও তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং তাদের ন্যায়বিচার প্রাপ্তির জন্য আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আশা করি, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে জন্য সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বার্তা প্রেরক,
জাহিদ হাসান সম্রাট
কেন্দ্রীয় প্রচার মিডিয়া সম্পাদক

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে জামায়াতে’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগরে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস’  পালন করেন  বাংলাদেশ জামায়াতে

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতের গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি

অতিরিক্ত সচিব তপন কুমারকে বাধ্যতামূলক অবসর

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের

রাবিতে একুশে বইমেলা শুরু

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন বেলা ১২টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই

Scroll to Top