মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি দীঘিনালাতে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২১ ফেব্রুয়ারি( শুক্রবার) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমাজের গরীব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয় । উক্ত মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চর্ম, শিশু, গাইনি দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয় । চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারগণ দ্বারা মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
দীঘিনালা উপজেলার প্রায় ১৭০০ অসুস্থ রোগী এই মেডিকেল ক্যাম্পের সুবিধা নেন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণে সব থেকে বেশি নারী ও শিশু রোগীর সংখ্যা ছিল অধিক ,
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত সভাপতি মুরাদ শামসুল আলম খান, ও সাধারণ সম্পাদক মো: রাসেদ উল্লাহ, জেলা প্রতিনিধি রবিউল বিন মোস্তফা সহ অন্যান্য সদস্যবৃন্দ