শিবচর, মাদারীপুর প্রতিনিধি:
শিবচরের বাহাদুরপুরে অনুষ্ঠিত হয়েছে বিশাল ইসলামী মাহফিল, যেখানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলের প্রধান আলোচ্য বিষয় ছিল ইসলামি আদর্শ প্রচার ও প্রসার এবং উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে হাজী শরীয়তউল্লাহ (র.)-এর অবদান।
এ বছর মাহফিলের মূল আয়োজন হয় বাহাদুরপুর কেন্দ্রীয় মাঠে। দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ, আলেম-ওলামা ও মুফাসসিরগণ এ মাহফিলে অংশগ্রহণ করেন এবং ইসলামি জীবনব্যবস্থা, সমাজ সংস্কার ও হজী শরীয়তউল্লাহ (র.)-এর জীবন ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের ধর্ম উপদেষ্টা, যিনি তাঁর বক্তব্যে বলেন, “হাজী শরীয়তউল্লাহ (র.) শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন দেশের খ্যাতনামা আলেমগণ, যারা কুরআন ও হাদিসের আলোকে নৈতিক শিক্ষা, ইসলামের সঠিক দিকনির্দেশনা এবং সমাজ সংস্কারের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও ধর্মপ্রাণ মুসলমানগণ জানান, প্রতি বছরই এই মাহফিল অনুষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশে অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে গণ্য হয়।
শিবচরবাসীর আশা, আগামী বছরও একইভাবে মাহফিল অনুষ্ঠিত হবে এবং হজী শরীয়তউল্লাহ (র.)-এর আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।