২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

শিবচরে বাহাদুরপুর মাহফিল ২০২৫ অনুষ্ঠিত এবং উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হাজী শরীয়তউল্লাহ (র.) সম্পর্কে বিশেষ আলোচনা

শিবচর, মাদারীপুর প্রতিনিধি:

শিবচরের বাহাদুরপুরে অনুষ্ঠিত হয়েছে বিশাল ইসলামী মাহফিল, যেখানে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলের প্রধান আলোচ্য বিষয় ছিল ইসলামি আদর্শ প্রচার ও প্রসার এবং উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে হাজী শরীয়তউল্লাহ (র.)-এর অবদান।
এ বছর মাহফিলের মূল আয়োজন হয় বাহাদুরপুর কেন্দ্রীয় মাঠে। দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ, আলেম-ওলামা ও মুফাসসিরগণ এ মাহফিলে অংশগ্রহণ করেন এবং ইসলামি জীবনব্যবস্থা, সমাজ সংস্কার ও হজী শরীয়তউল্লাহ (র.)-এর জীবন ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের ধর্ম উপদেষ্টা, যিনি তাঁর বক্তব্যে বলেন, “হাজী শরীয়তউল্লাহ (র.) শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন উপমহাদেশের প্রথম মুক্তিযোদ্ধা, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন দেশের খ্যাতনামা আলেমগণ, যারা কুরআন ও হাদিসের আলোকে নৈতিক শিক্ষা, ইসলামের সঠিক দিকনির্দেশনা এবং সমাজ সংস্কারের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
মাহফিলে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও ধর্মপ্রাণ মুসলমানগণ জানান, প্রতি বছরই এই মাহফিল অনুষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশে অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে গণ্য হয়।

শিবচরবাসীর আশা, আগামী বছরও একইভাবে মাহফিল অনুষ্ঠিত হবে এবং হজী শরীয়তউল্লাহ (র.)-এর আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১

শ্রদ্ধা জানাতে ফুল তুলতে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার: রংপুরে অভিযুক্ত পালাতক

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে গিয়ে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। শুক্রবার

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও নাগরিক ঐক্যের মধ্যে সংঘর্ষ

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ফ্যাসিট ব্যাতিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বৃন্দ প্রথম প্রহরে শিবগঞ্জ উপজেলার

ভাষা শহিদদের স্বরণে শহিদ মিনারে ফটিকছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে ফটিকছড়ি প্রেসক্লাব। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) সকাল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে

Scroll to Top