মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য ফুল সংগ্রহ করতে গিয়ে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের মর্মান্তিক অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রাখা হয়েছে। অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে।
সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর রথিয়া গ্রামের সার্ভেয়ার রুহুল আমিনের বাড়ির বাগান থেকে ফুল তুলছিল ওই শিশু। শহীদদের শ্রদ্ধা জানানোর প্রস্তুতির অংশ হিসেবে স্থানীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য সে সেখানে গিয়েছিল। ফুল তোলার সময় রুহুল আমিন তাকে জোর করে ঘরে টেনে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লি ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। উদ্ধারকারীদের সহায়তায় শিশুটিকে প্রথমে বাড়িতে নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষায়িত ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে শিশুটির আইনি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর জানান, শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারে অভিযান চললেও তিনি এখনো আত্মগোপনে রয়েছেন। পুলিশের গোয়েন্দা শাখার পাশাপাশি স্থানীয় সূত্রে তার খোঁজ করছে বলে ওসি নিশ্চিত করেন।