২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি :

বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর শিকড়ী হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা-সভা,বিশেষ দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে দিবসটি।

আলোচনা-সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদ উদ্দিন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃতোতাউর রহমান,বনি আমিন,পলাশ কুমার,মনিরুজ্জামান,আজহারু হক,খাদিজা খাতুন,রাফেজা,সুমি আফরোজ,সবুর হোসেন,শরিফুল ইসলাম সহ পতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এসময় বক্তারা ১৯৫২ সালের ইতিহাস স্মরণ করে বলেন, ভাষা আন্দোলন ছিল ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের প্রথম ধাপ। তৎকালীন পাকিস্তানের শতকরা ৫৬ জন মানুষের মুখের ভাষা ছিল বাংলা।তার পরেও ভাষার প্রশ্নে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলো উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।তার বক্তব্যের প্রতিবাদে ছাত্র-জনতা ফেব্রুয়ারির ২১ তারিখ ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল বের করে।
আইন ভঙ্গের দায়ে পুলিশ মিছিলে গুলি করে। শহীদ হন সালাম,রফিক,জব্বার, সফিক, বরকত সহনাম না জান আরো অনেকে।তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম বাংলা ভাষা।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের ইতিহাস জানানোর উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার প্রস্তাব উত্থাপন করা হয়। এ ব্যাপারে বিশ্বের ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
তারই ধারাবাহিকতায় ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি বাংলাদেশ সহ জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছ।

অনুষ্ঠানের শেষে দোয়া-মোনাজাতে উপস্থিত সকলে ১৯৫২ সালের ভাষা শহীদ এবং ২০২৪ সালের বিপ্লবে নিহত সকল ছাত্র জনতার জন্য আল্লাহর কাছে জান্নাতের সর্বোচ্চ সম্মাননা কামনা করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে :গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব. লুৎফুজ্জামান বাবর’কে স্বাগত জানাতে প্রস্তুত মোহনগঞ্জবাসী

দীর্ঘ দেড় যুগ পর হাওর এলাকায় আগমন ঘটতে যাচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর এঁর। তাঁকে এক নজর উদগ্রীব গতে আছে লাখ লাখ মানুষনুষ।

গাজীপুর শ্রীপুরে পেলাইদ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল ফাইন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

তারিকুল ইসলাম তারেক গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন

দীঘিনালায় “আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে অসহায় রোগীরা পাচ্ছে সেবা”

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মানবকল্যাণমুলক সংস্থা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ির দিঘীনালায় অবস্থিত মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক

Scroll to Top