২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

ভাষার মাস উপলক্ষ্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের শিক্ষা উপকরণ বিতরণ

আখলাক হুসাইন: সিলেট থেকে:
সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ড ছাত্র জমিয়তের উদ্যোগে ভাষার মাস উপলক্ষ্যে নগরীর বালুচরস্থ জামিয়া রাহমানিয়া সিলেট এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১১.০০টায় রাহমানিয়া মিলনায়তনে উক্ত মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান।

তিনি তাঁর বক্তব্যে বলেন “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে। নিয়মিত অধ্যাবসায় ও পড়ালেখা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে তোলে। শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধন ও নেতৃত্বগুণাবলী সম্পন্ন ছাত্রসমাজ বিনির্মানে ছাত্র জমিয়ত প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।” অনুষ্ঠান শেষে প্রায় অর্ধশত মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জমিয়ত নেতা মাওলানা তাওকির আহমদ, মাওলানা মারুফ আহমদ, ছাত্রনেতা হাফিজ হুসাইন, আব্দুল হালিম সহ ৩৬নং ওয়ার্ড জমিয়ত ও ছাত্র জমিয়তের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া সিলেট-এর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সরকারকে দ্রুত আল্লাহ ও তাঁর রাসুল সা. এর শানে অবমাননা করীদের বিচার নিশ্চিত করার আহ্বান : স্টুডেন্ট অব বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্যে রাখাল রাহা উরফে সাজ্জাদুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান আল্লাহ শানে কটুক্তি এবং কবি

বাকৃবিতে ক্যাট শো আয়োজন ও ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিন প্রদান

বাকৃবি প্রতিনিধিঃ প্রফেসর’স পেট কেয়ারের উদ্যোগে ময়মনসিংহে বিড়াল প্রেমীদের জন্য ক্যাট শো ও ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিন প্রদানের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) শিল্পাচার্য জয়নুল

ক্যাম্পাসে লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি নিষিদ্ধ হউক, ছাত্র সংসদ চালু হউক

মোঃ শরীফ, সিলেট সরকারি কলেজঃ দেশে ছাত্র সংগঠন গুলোর কার্যক্রম সর্ব সাধারন দ্বারা পরিলক্ষিত। ছাত্র সংগঠন দ্বারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় হওয়ার কথা থাকলেও গত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজে বাঁধন ও রেড ক্রিসেন্টের ভিন্নধর্মী আয়োজন

মাহমুদুল হাসান, সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট,

Scroll to Top