মধ্যনগর(সুনামগঞ্জ), প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আসামি ধরাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদ মিয়া ও মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বিএনপি ও যুবদলের অস্থায়ী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মধ্যনগর বাজার সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা বিজ্ঞপ্তি জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়
মধ্যনগর উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, অতীব জরুরি ঘোষণা। জনসাধারণের জ্ঞাতার্থে।
মধ্যনগর বাজার ও তার আশপাশের এলাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অদ্য ২১/০২/২০২৫ রাত ১২ টা হতে ১৪৪ ধারা জারি করা হল।
জনসাধারণকে আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ জন বা তার অধিক লোক নিয়ে সমাবেশ/ মিছিল/ জটলাসহ অস্ত্র প্রদর্শন/ বিস্ফোরক বহন হতে বিরত থাকার অনুরোধ করা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।