আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে একটি চক্র পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং রাসূল (সা.) এর প্রতি কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে।
এনসিটিবি’র রাখাল রাহার কথা উল্ল্যেখ করে বলা হয়, পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর মন্তব্য দেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এই ধরনের কাজ কোনোভাবেই মুক্তচিন্তা বা স্বাধীন মতপ্রকাশের অন্তর্ভুক্ত নয়, বরং এটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা।
ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকারি বা শিক্ষাক্ষেত্রে ধর্মবিদ্বেষী ব্যক্তিদের স্থান দেওয়া সঙ্গত হবেনা।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে শহীদদের আত্মত্যাগ রয়েছে। এই আন্দোলনের প্রাণশক্তি ছিল ন্যায়বিচার ও সাম্যের চেতনা, যা ইসলাম ধর্মের মূল শিক্ষা। জনগণের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।