২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আল্লাহ ও রাসূল (সা.) এর প্রতি কটূক্তি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে একটি চক্র পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং রাসূল (সা.) এর প্রতি কটূক্তি ও অবমাননাকর বক্তব্য দিয়ে যাচ্ছে। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে।

এনসিটিবি’র রাখাল রাহার কথা উল্ল্যেখ করে বলা হয়, পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির একজন সদস্যের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর মন্তব্য দেশের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এই ধরনের কাজ কোনোভাবেই মুক্তচিন্তা বা স্বাধীন মতপ্রকাশের অন্তর্ভুক্ত নয়, বরং এটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা।

ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সরকারি বা শিক্ষাক্ষেত্রে ধর্মবিদ্বেষী ব্যক্তিদের স্থান দেওয়া সঙ্গত হবেনা।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে শহীদদের আত্মত্যাগ রয়েছে। এই আন্দোলনের প্রাণশক্তি ছিল ন্যায়বিচার ও সাম্যের চেতনা, যা ইসলাম ধর্মের মূল শিক্ষা। জনগণের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করতে প্রধান উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই

ইসরায়েল, যুক্তরাষ্ট্রের হামলায় গাজা, লেবানন ও ইয়েমেনে নিহত অন্তত ৪৬

নিজস্ব প্রতিবেদক: গাজা, লেবানন ও ইয়েমেনে সাম্প্রতিক হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৩২ জন এবং লেবাননে ২

চাঞ্চল্যকর আকলিমা খাতুন জুইকে নৃশংসভাবে হত্যা মামলার রহস্য উদঘাটন করে পুলিশের প্রেস বিজ্ঞপ্তি

খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ চাটমোহর থানা পুলিশ, পাবনা, বড়াইগ্রাম থানা পুলিশ ও ডিবি পুলিশ নাটোর এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর বড়াইগ্রাম থানার গাড়ফা গ্রামের ০৭

ঈদে যানজট ও লোডশেডিংমুক্ত সফল ব্যবস্থাপনায় কর্মকর্তাদের অভিনন্দন প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে দেশের জনগণকে নয় দিনব্যাপী যানজট ও লোডশেডিংমুক্ত ঝামেলাবিহীন একটি ঈদ উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

Scroll to Top