মাহমুদুল হাসান, সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস প্রতিনিধিঃ
“একের রক্ত অন্যের জীবন,
রক্তই হোক আত্মার বাঁধন”
এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট, বাহাদুর শাহ পার্ক এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচির মাধ্যমে সর্বমোট ৩৫ জনকে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউনিটের পক্ষ থেকে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট (ঢাকা সিটি জোন)-এর উপদেষ্টা শিক্ষক,
অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, অধ্যক্ষ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।
এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করেন বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের কার্যকরী পরিষদের সদস্য, কর্মী ও শুভানুধ্যায়ীরা।
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের যুব রেড ক্রিসেন্ট দল “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প” কর্মসূচি পালন করে। কর্মসূচিটি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ আবদুল্লাহ অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত হয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উক্ত কর্মসূচি পরিদর্শন করেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ও আরসিওয়াই চিফ অ্যাডভাইজর অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়, টিচার ইনচার্জ ড. সামসুন নাহার এবং সোহরাওয়ার্দী কলেজ রেড ক্রিসেন্ট দলের সিনিয়র ও জুনিয়র সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ রেড ক্রিসেন্ট দলের দলনেতা ও উপদলনেতা। খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।