তারিকুল ইসলাম তারেক গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পেলাইদ গ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভলিবল ফাইনাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুৎফুর রহমান আকন্দ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরমী ডিগ্রী কলেজ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রানা প্রতাপ সাবেক সহ-সভাপতি গাজীপুর জেলা ছাএ দল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আক্তার হোসেন আকন্দ সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি,এবং সভাপতিত্ব করেন কফিল উদ্দিন আকন্দ সভাপতি , ৯ নং ওয়ার্ড বিএনপি এ সময় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি বলেন এরকম উদ্যোগ প্রতিটি ইউনিয় এবং গ্রামে নেয়া উচিত, এতে করে যুব সমাজ যেমন নেশা থেকে মুক্ত থাকবে, তেমনি খেলাধুলা করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সর্বশেষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।