দীর্ঘ দেড় যুগ পর হাওর এলাকায় আগমন ঘটতে যাচ্ছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর এঁর। তাঁকে এক নজর উদগ্রীব গতে আছে লাখ লাখ মানুষনুষ।
গত ২১ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ১৭ বছর নিজ জেলায় আসছেন তিনি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তাঁর সফরসূচি ও জনসংযোগের দিনক্ষণ।
২৩/০২/২৫ (রবিবার) নেত্রকোনার ঐতিহ্যবাহী মুক্তারপাড়া খেলার মাঠে দুপুর ৩.০০ ঘটিকার জনসভার মধ্য দিয়ে তাঁর নেত্রকোণা সফর শুরু হবে। এর পরদিন ২৪/০২/২৫ (সোমবার) মদন,খালিয়াজুড়ি সফর ও জনসংযোগ। পরিশেষে ২৫/০২/২৫ (মঙ্গলবার) মোহনগঞ্জ রেলস্টেশন মাঠে দুপুর ২.০০ ঘটিকায় জনসভায় যোগদান করবেন। উক্ত জনসংযোগের মাধ্যমে জনাব লুৎফুজ্জামান বাবর নিজ জেলার সংক্ষিপ্ত সফর শেষ করবেন।
স্হানীয় নেতা-কর্মীদের দাবি, “দীর্ঘ দেড় যুগ পর হাওর এলাকায় তাঁর প্রথম আগমনে তাঁকে এক নজর দেখতে লাখ লাখ মানুষের ঢল নামবে”।
স্হানীয় লোকজনের দাবি,” তাঁর মুক্তিতে কয়েক লাখ মানুষের প্রাণের দাবী সফল হয়েছে। তাই হাওরবাসী তাঁকে দেখার অপেক্ষায় উচ্ছসিত। “