মোঃ সাজেল রানা, কারমাইকেল কলেজ,প্রতিনিধিঃ
রংপুরের কারমাইকেল কলেজে আজ রাতে দেশীয় অস্ত্রসহ দুইজন সন্ত্রাসী (টোকাই) প্রবেশ করেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রাত ৮টার দিকে দুইজন সন্ত্রাসী কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল এবং তারা কলেজের বিভিন্ন স্থান ঘুরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে। এর আগে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে শিক্ষার্থীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়ে আসছিল। তারা বলছে, সন্ত্রাসী কার্যকলাপ এবং শিক্ষার্থীদের হয়রানির ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
কারমাইকেল কলেজের এক শিক্ষার্থী বলেন, “এ ধরনের ঘটনা আমাদের জন্য আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই আমাদের কলেজে কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, যার মধ্যে সন্ত্রাসী কার্যক্রম অন্যতম। আমরা চাই, প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”এ ঘটনায় কলেজ প্রশাসন এক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন আরও জানায়, “এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা করা হচ্ছে।”
এদিকে, শিক্ষার্থীরা আশাবাদী যে, প্রশাসন তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করবে এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখবে