২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি:

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান আল্লাহ ও রাসুল (সঃ) নিয়ে কটুক্তি ও র‍্যাব কর্মকর্তা আলেপের গ্রেপ্তার ও বিচার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৩ফেব্রুয়ারি) সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময় ‘আল্লাহ শানে ও রাসুলের শানে অপমান, সইবেনারে মুসলমান’, ‘নাস্তিকদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘রাসুলের কটুক্তি মানি না মানি মানব না’, ‘রাখাল রাহার বিরুদ্ধে লড়তে হবে একসাথে’, ‘যে রাষ্ট্র ধর্ষক পোষে সেই রাষ্ট্র ভেঙে দাও’ ইত্যাদি লেখা সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা আল্লাহ ও রাসুলের কটুক্তিকারী রাখাল রাহাকে গ্রেপ্তার ও র‍্যাব কর্মকর্তা আলেপের দ্রুত বিচারের দাবি জানান। সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে কঠিন আন্দোলনের হুশিয়ার দেয় শিক্ষার্থীরা।

ম‍্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাহিম বলেন, ‘হাদিসের আলোকে বুঝা যায়, যদি কোনো ব্যক্তি নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে আর সে প্রতিরোধে হত্যার মতো কোনো ঘটনা ঘটে তাতেও কোনো দোষ নেই। কেননা সম্ভ্রম বাঁচাতে গিয়ে যদি প্রতিরোধকারী নিহত হয় তবে সে পাবে শাহাদাতের মর্যাদা। এ প্রতিরোধে সম্ভ্রম লুণ্ঠনকারীও নিহত হতে পারে। অর্থাৎ মা বোনেরা, আপনারা এমন পরিস্থিতির স্বীকার হলে প্রতিরোধ গড়ে তুলুন।’

তিনি আরও বলেন, ‘যদি রাখাল রাহার মতো আল্লাহ ও রাসুলের অবমাননাকারীদের বিচার না করতে পারেন তাদের বিচার কীভাবে করতে হয় তৌহিদী জনতাই বুঝে নিবে। অনতিবিলম্বে তার বিচার করার আহবান রইলো।’

লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনে হাসান অন্তর বলেন, ‘বারবার মহানিব (সঃ) নিয়ে কটুক্তি ও ব্যঙ্গ করা হচ্ছে। আমরা বলে দিতে সকল মুসলমানের হৃদয় ও ভালোবাসার নাম হয়রত মুহাম্মদ (সঃ)। যদি আপনারা রাসুল (সঃ) নিয়ে কুটুক্তি আমরা আমাদের রক্ত দিযে লড়াই করে যাব। আমরা আমাদের নবীর শানে বেয়াদবি সহ্য করব না, যদি আমাদের শহিদও হতে হয়। আমরা সরকারকে বলে দিতে চায় আপনার যদি আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে না পারেন তাহলে গদি ছেড়ে দেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা ওরফে (সাজ্জাদুর রহমানের) বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি পোস্ট তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত এনেছে এবং গত ২০ ফেব্রুয়ারি সাবেক র‍্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করতে প্রধান উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই

চাঞ্চল্যকর আকলিমা খাতুন জুইকে নৃশংসভাবে হত্যা মামলার রহস্য উদঘাটন করে পুলিশের প্রেস বিজ্ঞপ্তি

খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ চাটমোহর থানা পুলিশ, পাবনা, বড়াইগ্রাম থানা পুলিশ ও ডিবি পুলিশ নাটোর এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর বড়াইগ্রাম থানার গাড়ফা গ্রামের ০৭

ঈদে যানজট ও লোডশেডিংমুক্ত সফল ব্যবস্থাপনায় কর্মকর্তাদের অভিনন্দন প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে দেশের জনগণকে নয় দিনব্যাপী যানজট ও লোডশেডিংমুক্ত ঝামেলাবিহীন একটি ঈদ উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

১৯ সাবেক মন্ত্রী-উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আরও ১৬ জনকে

Scroll to Top