২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মিঠাপুকুরে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ, ধর্ষক গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

মিঠাপুকুরে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। ধর্ষককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়ে তারা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে। অন্যথায়, রংপুর-ঢাকা সংযোগ সড়ক বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের স্লোগানগুলো ছিল—

“আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ…”
“ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই…”
“আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই…”
“লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে…”

বিক্ষোভকারীরা বলেন, “আমরা আর কোনো অপরাধীকে ছাড় দিতে চাই না। ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ এবং এটা আর কোনোভাবেই সহ্য করা হবে না।” তারা আরও বলেন, “যত দ্রুত সম্ভব ধর্ষককে গ্রেফতার করা হোক, না হলে আমরা রংপুর-ঢাকা সড়ক অবরোধ করব।”

এদিকে, মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ জানায়, ধর্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন এবং জানিয়েছেন, “সরকার আমাদের দাবি অগ্রাহ্য করলে আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলব।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করতে প্রধান উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই

ইসরায়েল, যুক্তরাষ্ট্রের হামলায় গাজা, লেবানন ও ইয়েমেনে নিহত অন্তত ৪৬

নিজস্ব প্রতিবেদক: গাজা, লেবানন ও ইয়েমেনে সাম্প্রতিক হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৩২ জন এবং লেবাননে ২

চাঞ্চল্যকর আকলিমা খাতুন জুইকে নৃশংসভাবে হত্যা মামলার রহস্য উদঘাটন করে পুলিশের প্রেস বিজ্ঞপ্তি

খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ চাটমোহর থানা পুলিশ, পাবনা, বড়াইগ্রাম থানা পুলিশ ও ডিবি পুলিশ নাটোর এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর বড়াইগ্রাম থানার গাড়ফা গ্রামের ০৭

ঈদে যানজট ও লোডশেডিংমুক্ত সফল ব্যবস্থাপনায় কর্মকর্তাদের অভিনন্দন প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে দেশের জনগণকে নয় দিনব্যাপী যানজট ও লোডশেডিংমুক্ত ঝামেলাবিহীন একটি ঈদ উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

Scroll to Top