মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
মিঠাপুকুরে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। ধর্ষককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়ে তারা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে। অন্যথায়, রংপুর-ঢাকা সংযোগ সড়ক বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন তারা।
শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তাদের স্লোগানগুলো ছিল—
“আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ…”
“ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই…”
“আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই…”
“লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে…”
বিক্ষোভকারীরা বলেন, “আমরা আর কোনো অপরাধীকে ছাড় দিতে চাই না। ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ এবং এটা আর কোনোভাবেই সহ্য করা হবে না।” তারা আরও বলেন, “যত দ্রুত সম্ভব ধর্ষককে গ্রেফতার করা হোক, না হলে আমরা রংপুর-ঢাকা সড়ক অবরোধ করব।”
এদিকে, মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ জানায়, ধর্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন এবং জানিয়েছেন, “সরকার আমাদের দাবি অগ্রাহ্য করলে আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলব।