১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইউজিসির উদ্যোগে গবেষণা পর্যবেক্ষণে ডিজিটাল মনিটরিংয়ের আশ্বাস

আরাফাত হোসেইনঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইউজিসির অর্থায়নে গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার মাধ্যমে গবেষণা মনিটরিং ব্যবস্থার সূচনা ও ভবিষ্যতে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করা হয়েছে, যা দেশের কৃষিক্ষেত্রে গবেষণার গতি বাড়াবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, যিনি উল্লেখ করেন যে অতীতে ইউজিসির অর্থায়নে চলমান গবেষণা প্রকল্পগুলোর নিরীক্ষণ ব্যবস্থা অনুপস্থিত ছিল। আজকের কর্মশালার মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানও উপস্থিত থেকে আলোচনা সমর্থন করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

প্রধান অতিথি ড. মাছুমা হাবিব জানান, “এই কর্মশালার মাধ্যমে গবেষণা মনিটরিং ব্যবস্থার সূচনা এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ। ভবিষ্যতে সম্পূর্ণ ডিজিটালাইজড সিস্টেমের মাধ্যমে দ্রততম সময়ে নিরীক্ষণ সম্ভব হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষিক্ষেত্রে গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং এর ফলাফল ময়মনসিংহসহ সমগ্র দেশে ছড়িয়ে দিতে হবে। ইউজিসি এই প্রয়াসে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামও জোর দিয়ে বলেন, উচ্চতর গবেষণা ও দক্ষতা অর্জন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি শিক্ষকদের আহ্বান জানান, গবেষণার ফলাফল প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কাঠালিয়ায় রাতে পিতার চিরবিদায়, সকালে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি: রাতে পিতার লাঁশ দাফন, সকালে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে তার মেয়ে সাবরিয়ান ইসলাম সেতু। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঝালকাঠির কাঠালিয়া সদর

প্রথম বারের মতো মধ্যনগরে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়ায় লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রথম বারের মতো এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত

খোকসা ও সারাদেশে একযোগে শুরু হলো এসএসসি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন

  মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: আজ থেকে সারাদেশে একযোগে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫। দেশব্যাপী বিভিন্ন

উজিরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এস এসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন। সূত্র থেকে জানা যায়,

Scroll to Top